ষড় ঋতু




আমাদের এই দেশে যেমন ছয়টি ঋতু সারা বছর ধরে নানা রঙ বেরঙ্গের খেলা দেখিয়ে যায়, কখনও রিমঝিম বর্ষার গান শোনায়, আবার কখনও রঙ্গ ধনুর রূপের বাহার, আবার কখনও প্রকৃতির তান্ডব ঝর, নদীর ভাংগন আবার শীতের সোনালি বিকেলে অলস স্মৃতির মেলা। তেমনি করে ভিন্ন ভিন্ন স্বাদের, ভিন্ন আমেজে, ভিন্ন সুরে পৃথিবির বিভিন্ন দেশের পটভূমিতে লেখা কয়েকটি গল্প দিয়ে সাজিয়েছি এই গ্রন্থ।


No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।

Pages (77)12345 Next