ধুসর বসন্ত



বনের বসন্ত এলো
মনের বসন্ত এলো না যে হায়।


আজও বসে আছি পথে চেয়ে মালা হাতে
কৃষ্ণচূড়ার ফুল ভরা গাছের ছায়ায়।
সেই তো তুমি চলে গেলে
যাবার আগে শুধু বলেছিলে কানে কানে
আবার আসবে ফিরে
ফাগুনের এই জোনাক জ্বলা
সাঁঝের মায়ায়।

কত বসন্ত এলো আর গেলো
ওপাড়ের ওই অটবির বনে
আজও তাই ফিরে ফিরে চাই
শুধু তোমাকে খুঁজি বারে বারে।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।