সেদিনের দিনগুলি



কাগজে বানিয়েছি নৌকা জাহাজ কত
উড়িয়েছি রকেট এরোপ্লেন শত শত
ছেলেবেলার সে দিনগুলি পাব না ফিরে
নিঝুম দুপুরে স্বপন হয়ে থাকবে যে ঘিরে।


লাটাই ধরে টেনে ঘুড়ির সুতা
জাম গাছের সাথে খেয়েছি কত গুঁতা
ভেঙ্গে দাঁতের কণা মায়ের আঁচল ঘিরে
লুকিয়েছি, বাবা যেন দেখতে না পারে।

চিড়িয়াখানার বানর দেখতে গিয়ে
খোঁচা খেয়ে মুখটা আধারে গেছে ছেয়ে
আইসক্রিম চকলেট পেয়ে খুশী পেয়েছি আবার ফিরে।
বারেবারে সেই কথা কেন মনে পরে।

একটি তারা এনে দাও বায়না ধরেছি
রাজার কুমারের মত পংখীয়ে উড়েছি।
আজকে যখন খুকু ডাকে আমাকে
সেদিনের দিনগুলি থেকে চমকে আসি ফিরে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।