স্বপ্নের খেয়া



নীল সাগর তিরে
এই মায়াবী রাতের আঁধার
চুপি চুপি আমায় ডেকে যায়।।


এই ঘুম ঘুম নিশি রাতে
উদাসী বালুকা বেলায়
ঝিরি ঝিরি হাওয়া
গুন গুন গান গেয়ে
যেন হৃদয়ে দোলা দিয়ে যায়।।

ওই দূর দিগন্ত পাড়ে
মিলন বাসর সাজানো
তারার মিটি মিটি
ঢেউ এর কানা কানি
যেন স্বপ্নের দেশে নিয়ে যায়।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।