লাজবতী-ঘুমের গান



পুতির মালা মতির মালা
দোলে খুকুর গলে
তাইনা দেখে চাঁদ মামা
লুকায় মেঘের তলে।।


টুকটুকে লাল শাড়ি পরে
নাকে সোনার নোলক পরে
ঘোমটা দিয়ে মুখ ঢাকে
বউ সাজার ছলে।।

লাজে রাঙ্গা বধূ সেজে
আলতা পায়ে বসে আছে
সইকে দেখে মিছে মিছি
ভাসে চোখের জলে।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।