হিরের খনি-ঘুমের গান



চাঁদ হাসে তারা হাসে হাসে খুকুমণি
আমার ঘড়ে এলো বুঝি ছোট্ট হীরের খনি।।


খুকুর চোখে আয়রে ঘুম সোনার পাল্কী চড়ে
শিউলি ফুলের মালা গেঁথে পরিয়ে দেব তোরে,
অথৈ সাগর খুঁজে দেব মনি-মুক্তা চুনি।।

লক্ষ তারার প্রদীপ জ্বেলে রূপোর নূপুর পায়ে
ঘুম পরীরা আয়রে উড়ে মেঘের দোলা নিয়ে
তোদের সাথে দোলায় শুয়ে ঘুমাক সোনামণি।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।