কৃষ্ণচূড়ার ডালে ডালে
ফাগুন এসেছে
দোলা দিয়েছে আমার মনের বনে।।
রঙ্গে রঙ্গে ভরাল কে
এমন সোনার বেলা
গানে গানে ছড়াল কে
এমন সুরের মেলা
কে দেখাল স্বপ্ন আমায়
এই মধু লগনে।।
আকাশে এতো রঙের মেলা
দেখিনিতো আগে
এতো ভাল তাই বুঝি
লাগে নিতো আগে
বসন্ত যে এলো আজ
এই মধু ফাল্গুনে।।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।