হৃদয়ের ঠিকানা



পাহাড় গড়েছেন বিধাতা কঠিন পাথরে
সাগর ভরেছেন সুনীল শীতল জলে
বাতাস বয়েছে মধুর সুবাস নিয়ে
আকাশ সেজেছে মিটিমিটি তারার মিছিলে।


কেও কি জানে, কোথায় থাকে
স্নেহ-ভালোবাসা, মমতা, প্রেম, সোহাগ,
ব্যথা, বেদনা, বিরহ-যাতনা, অভিমান,
রাগ-অনুরাগ, দুঃখ, মায়া-বেহাগ?
কেন দেখা যায় না শুধু চোখে
বাঁধা কেন যায় না লোহার শিকলে
মন কেন থাকে অশান্ত উন্মন
বুক কেন ভাসে নয়ন জলে?

লোকে বলে সকলই হৃদয়ের খেলা।
কোথায় সে হৃদয় বেধেছে বাসা
উড়ে যেতে পারে কি বৈশাখী ঝড়ে
দ্বীপ জ্বেলে আশা নয়তো নিরাশার?
কখনও সে ভেসে যায় সাগরের নীলিমায়
কখনও সে উড়ে যায় নিঃসীম সীমানায়।
মানুষ কেন হয় নির্দয়
কোথায় থাকে সে হৃদয়?

কঠিন নয়তো কোমল হলে
গড়ত পাথরে নয়তো জলে।
হৃদয়টা যদি কোমল হতো
মানুষ কেমন করে খুন হতো,
হৃদয়টা যদি পাথর হতো
নয়ন জলে কি নদী হতো?

আকাশে বাতাসে চোখে পাইনা খুঁজে
কোথায় হৃদয় কোথায় পাথর কোথায় জল,
জানি না বুঝি না দেখি না পাই না আমি
শুধু ভেবে হয়েছি দিশাহারা হয়েছি বিহ্বল।
কেহ দিতে পারে না হৃদয়ের ঠিকানা
এ যে বিধাতার কারুকাজ রইল অজানা।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।