আঁচল ধরে ঘুরে মায়ের পিছু
সারাটা দিন বুঝে না আর কিছু,
ওদের আড়াল করা যায় না মোটে,
ভীষণ দুষ্ট, কি জানি কি কখন ঘটে।
চপলা চঞ্চলা হরিণী দুষ্টুমি দিনভর
দু’বোনে মিলে কাজে খেলায় বিভোর।
বকুনি বা পিটুনি দেয়া যায় না মোটে,
বড় আপুকে চিঠি লিখতে ছোটে।
চোখ রাঙ্গাতেই মেঘ থম থম করে
ভালোবাসার ননী গলে গলে ঝরে।
বড় আপু কলেজ থেকে এসো ছুটে
সোহাগ নেব সিন্ধু সম আরও যদি
জোটে।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।