তুমি কি এখনও আছ বারটি বছর আগের মত,
পথ চেয়ে দাঁড়িয়ে থাক শিউলি গাছের নিচে?
রাতের আঁধারে ঘুম ভেঙ্গে জানালায় খুঁজে দেখ
জোনাকিরা আছে নাকি আমার পথের পাশে!
এখনও কি শিউরে ওঠ, যদি শোন লক্ষ্মী পেঁচার
ডাক, আলো আঁধারি আকাশে তারার
মিছিলে
ফুটেছে কিনা একটু আলো আমার চলার পথে,
ভেবে সারা হও অনুক্ষণ জানালার ধারে বসে!
এখনও কি ভুলে যাও দিয়েছ কিনা কপালের
টিপে চন্দন,
রেখেছ কি লুকিয়ে
আমার চিঠি
বালিশের নিচে, চমকে ওঠ কি অকারণে
কি কথা বলবে আমায় একান্তে কানে কানে!
শুকতারা জেগেছিল তোমার প্রাণের পরশে,
কত কি বলেছিলে শিশির ঝরা আকাশের নিচে।
আরও কিছু বলনি আধো লাজে, আধো আভাসে
কিছু কি বলতে চেয়েছিলে হাত রেখে হাতে?
তোমার এই পথ চাওয়া হারিয়েছে কি আপন মনে,
শুনেছ কি,
কি কথা বলে যায় হংস
বলাকার সারি?
দুপুরের নির্জনে ঘুঘুর ডাকে নেমে আসে বিরহীর
অশ্রুজল,
কত কথা জমে আছে বলবে
গানে গানে!
কত নিশি গেছে এমনি করে তোমারই বিরহে
একা একা কথা বলে আকাশের তারার সাথে।
বকুলের কত গন্ধ ভেসে গেছে সাগরের ওপাড়ে
শুক সাড়ি উড়ে গেছে হায় দূর নীলিমার পানে!
বারটি বসন্ত কেটে গেছে তোমাকে না বলে
কেউ তো আসেনি আজো তোমার ছায়া নিয়ে,
তুমি কি তেমনি আছ, যেমন ছিলে বারটি বছর
আগে? দোলন চাঁপার গন্ধ হয়ে জোছনা
ভরা রাতে।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।