প্রজাপতি ডানা মেলে চতুর্দোলায় দুলে
নূপুর পায়ে নেচে নেচে
বসন্ত এলো আজ এই মধু ফাল্গু্নে।।
ও সহেলি আয়রে তোরা
হাতে নিয়ে ফুলের তোড়া
খোপায় গুজে টগর ফুল
কানে বেধে চাপার দুল
আলতা পায়ে চল না দূরে
বাজবে ঝুমুর ধীরে ধীরে
কুসুম ফোটা বনের পাশে।।
ফুল পরীদের হাতে ধরি
সবাই মিলে ভাব করি
মন হারাব গান গেয়ে
সোনালী আবীর মেখে
মাটির এই খেলা ঘরে
থাকব শুয়ে ফুলের পরে
নেচে গেয়ে বেলা শেষে।।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।