জেগে ওঠ নবীন


       আমি অবোধ আমি নির্বোধ আমার নেই কোন বোধ
সব হারিয়ে আজ আমি  রিক্ত সিক্ত নিঃস্ব, আমি দুর্বোধ।
ছেলের মৃত্যু দেখেছি আমি এই দেশে ওদের হাতে
একটি মাত্র মেয়ের সম্ভ্রম যেতে দেখেছি ওদের সাথে।

ওরা হায়েনা, ওরা নৃশংস ওরা অমানুষ, ওরা বেহুশ
তাইতো আমি আর খুঁজি না হারানো সুখের ফানুস।
যা ছিল আমার সবই গেছে, একা বেচে আছি মিছে
প্রতীক্ষায় আছি, কখন যাব অবসরে এই মাটির নিচে।

তুমি তো নবীন, সবই রয়েছে তোমার, ওঠ তবে জেগে
গুড়িয়ে দাও, নিশ্চিহ্ন করে দাও ওদের শক্তি ভেঙ্গে।

দাড়াতে যেন পারেনা আর কোনদিন এই মাটির বুকে
ওদের সর্ব শক্তি ভেঙ্গে আজ দাও তোমরা রুখে।
বঞ্চনার অবশেষে বুকের ব্যথা আর আকুতি ভরা চোখে
এই মাটি, এই দেশ চেয়ে আছে আজ তোমাদের দিকে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।