স্বপ্ন



শুক্লা তিথির মিষ্টি চাঁদ
স্নিগ্ধ আলোয় দিল ভরে
অমানিশার আধার ভরা
শূন্য আমার একলা ঘরে।।


নিশি জেগে চাঁদের সাথে
প্রহর গুনি বাতায়নে
আসবে কখন তন্দ্রা হয়ে
আবেশ মাখা চোখের পরে।।

মৌ ফুলেরই গন্ধ মেখে
এসো তুমি সঙ্গোপনে
কইবো কথা গানে গানে
দেব সুধা হৃদয় ভরে।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।