স্বর্ণালী সুন্দর এই দিন
কে বাজায় দূরে মধুর বীণ
ঘরে আমার এ মন রয়না
কেন চৈতী হাওয়া বয় না।।
আমি যে হারিয়ে যেতে চাই
এ লগন কোথায় খুঁজে পাই
দখিনা বাতাস বলে দেয় না
কেন যে তাকে পাওয়া যায় না।।
হারিয়ে যাবার এই দিন
সুর জাগাল মনে রঙ্গিন
বসন্ত বাধনে বাঁধা বল্লরী
মাতাল সুরভি ছড়াল মাধুরী।
বন ফুলে রেখেছে দুয়ার খুলে
নদী কূলে উথলে হৃদয় দুলে
ব্যাকুল এ মন ধরে বায়না
একেলা কেন যে প্রাণে সয় না।।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।