দুপুরের রোদে কপোতীরা উড়ে যায়
শরতের শেষে দূরের ওই নীলিমায়।
বসে বসে দেখি তাই একা বাতায়নে
কোন বাঁধা মানে না দুই নয়নে।
দেখি সুন্দর কত এই নীল আকাশ
পাখা মেলেছে যেন মৃদুমন্দ বাতাস।
ফুটে আছে কাশফুল লাগে শিহরণ
ছোট ছোট মৌ মাছি তোলে গুঞ্জরন।
এলোমেলো মেঘগুলি উড়ে যায় দূরে
নেমে আসে ঘুম রাখালি বাঁশির সুরে।
শুভ্র বসনা শিউলি ডাকে যে আমায়
যেন চাদের কণা হাসে রাতের নিরালায়।
এ দেশের এই রূপ দেখেছি যে তাই
মরণের পরেও যেন দেখিতে পাই।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।