ফাল্গুনের গান



জল ঝরাইয়া মায়ের চোখে
শিমুল ফুলের কলি
কেন সাজাইলা ফাগুনেরে
রক্তে রাঙ্গা তুলি।।


এই মাসেতে গান থামাইল
সবুজ বনের পাখি
পথ হারাইল পায়রা গুলি
মেইলা সজল আঁখি
রফিক শফিক ছালাম বরকত
নিজে হইল বলি।।

গুলির মুখে শহীদ হইল
কত সোনার চান
কেহ বলে আল্লা রসুল
কেউবা ভগবান
যাদের কথায় গাইল যে গান
দোয়েল শ্যামা বুলবুলি।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।