ওগো প্রেম
খুঁজে ফিরি মিছে তোমাকে
স্বপনে ও ধরা দিলে না আভাসে-
তুমি মরীচিকা হয়ে আছ তেপান্তরে।।
মরু তৃষা নিয়ে সাগরে ছোটে নদী
মেঘ মালারে ডাকে অতন্দ্র মরু যদি,
বসন্তের পথ চেয়ে জীর্ণ পাতা ঝরে
এলে না এখনো মোর দ্বারে ভুল করে।।
পারিজাতের গন্ধে মাতাল বসন্ত
বীণায় ঝংকার তোলে বনফুল অনন্ত।
মায়ামৃগ হয়ে রয়েছ এখনো হৃদয় জুড়ে
বসন্ত চলে গেল হায়, তবুও রইলে দূরে।।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।