কোথাও যেন ফোটে না
পদোন্নতির ফুল
তা হলে তা হবে জেন মস্ত
বড় ভুল।
পদোন্নতির নামে চলে
প্রহসনের মেলা
অরাজকতা আর বিভীষিকার
করুন খেলা।
চাটুকারি তোষামোদ করে
যেই জন
তারেই ভাবে সবে অতি
যোগ্য জন।
বড় বড় সাহেবের পা চাটা
কুকুর
সিঁড়ি ভেঙ্গে উঠে যায়
হাতে নিয়ে মুগুর।
বাকী সব অযোগ্য আর
প্রবিধানে নাই
পরে থাক তেপান্তরে আমার
কি ভাই?
বিধি মালার বাইরে কেমনে
কলম ধরি
দাওনি তো কোন কিছু
পকেটে ফেলনি কড়ি।
হবে না উন্নতি ছাগল আর
গাধা বলে
ঘটে নাই ঘিলু এ কথা বলে
কোন পাগলে?
ছাড় কিছু মাল মাখ ভাল
তেল
বিধি মালা বদলে দেব
দেখাব খেল।
গদি আমার পাকা দুলাভাই
মন্ত্রী
আমিই তো এ যুগের ফিটফাট
যন্ত্রী।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।