প্রিয়ার ঘুম



আমার প্রিয়ার ঘুম ভাঙ্গাতে
পাখি যেন ডাকে তার মন রাঙ্গাতে
সুর তোলে মৌমাছি গান শোনাতে
মুখে তার কি যেন আবেশ আছে লেগে।।


চোখ মেলে মিটি মিটি করে পাপড়ি
এখনি ফুটিবে যেন পলাশ কুড়ি
মেঘের বন্যা রয়েছে মিশে কুন্তলে
গোলাপের হাসি যেন ঠোটে আছে লেগে।।

কাচের চুড়ি হাতে করে রিনি ঝিনি
আজো যেন মনে হয় আগে তো শুনিনি
ঘুমে তো নয় যেন আছে জেগে
পলাশের পরশ হৃদয়ে আছে লেগে।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।