স্মৃতির আয়না



প্রথম যেদিন এসেছিলে আমার দ্বারে
সেদিনের কথা আজো কি মনে পরে?
চাঁদ ছিলোনা আকাশে, জোনাকি দেখি বনে।


আধার ছিল না সেদিন আমার আকাশ
আলোকিত হয়েছিলো তোমারই পরশে
এসেছিলে প্রদীপ জ্বালিয়ে
হাতে কঙ্কণ আর আশা নিয়ে মনে।

তুমি এসেছিলে গোধূলি বেলায়
সেদিনের সেই শিউলি তলায়
আকাশের পানে চেয়ে মোরা
নিরজনে কত কথা বলেছি দুজনে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।