১৪১।
এখানে
বেশ ভালই দিন কাটছে। সারা দিনরাত সেন্ট্রাল হিটিং সিস্টেম চলছে, গোসলের গরম পানি, বেশ বড় এক ঘড়ে একা
থাকা, খাবার ব্যবস্থা মন্দ
বলা যায়না। দুপুরে ডিউটি শেষ করে বাহাদুরের সাথে বাইরে ঘুরতে যাওয়া, রাতে ডিউটি
শেষে সবাই
একসাথে বসে খাওয়া, উপরে
এসে তার রুমে সবার আড্ডা, রেস্টুরেন্টের বাম পাশে দুই দোকান পরেই লাইবেরি, সব মিলিয়ে আগের চেয়ে
ভাল। সবাই বেশ সমীহ করে চলে, সম্মান করে, আজে বাজে কথা বা গালাগালি করার মত কেও নেই। আসিয়াদ মিয়া বা
সালিক মিয়া এসেই আগে দাদার খোঁজ করে। দেখা হলে সুবিধা অসুবিধার কথা জিগ্যেস করে
ঠিক ঠাক মত আছে কি না জানতে চায়। সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে নাসিরকে জানালেন।
রাশেদ
সাহেব যেদিন এসেছেন সেই ভাঙ্গা সপ্তাহের বেতন রবিবার রাতে দিয়েছে। সবাইকেই তাই
দেয়। সোমবার রাতে শ্যামলকে কাজে দেখা যাচ্ছে না। আসিয়াদ ভাইকে বলি বলি ভাবছে এমন
সময় সে নিজেই ওকে না দেখে জিগ্যেস করলো-
-দাদা
শ্যামল কোথায়?
-তাই
বলতে চাইছি,
আমি
সকালে ঘুম থেকে উঠেছি এগারোটায় তার পর থেকে ওকে দেখিনি।
-ওর
রুমে দেখেছেন?
-না।
-ওর
সাথে কে থাকে?
-ওর
সাথে থাকে আবুল
-আবুল
দেখেছে ওকে?
-আবুলের
তো আজকে অফ ও তো সকালেই কোথায় গেছে।
-চলেন
দেখি ওর রুমে।
রুমে
ঢুকে দেখে শ্যামলের জিনিষ পত্র কিছু নেই।
-তার
মানে ব্যাটা পালিয়েছে! আচ্ছা বলেন তো দাদা পালাবার কি দরকার ছিলো? বলে গেলে কি আমরা
নিষেধ করতাম?
যার
যেখানে ভাল লাগে না তাকে কি জোড় করে রাখা যায়? এখন এই সময় মানুষ কোথায় পাই? দাদা আপনার পরিচিত কেও
আছে?
রাশেদ
সাহেবের নাসিরের কথা মনে হলো, সেতো এই সুযোগের অপেক্ষায়ই আছে।
-হ্যাঁ
আছে কিন্তু সে নতুন মানুষ!
-তা
হোক, ইংলিশ জানে?
-হ্যাঁ
তা জানে। এইতো আমি যেদিন এখানে এসেছি তার পর দিন ও ডিড কোটে এক রেস্টুরেন্টে কাজে
ঢুকেছে।
-তা
হলে উনাকে বলেন না এখানে আসতে! আসবে?
-বলে
দেখি।
-এখনই
ফোন করেন।
-আচ্ছা।
পকেট
থেকে নাসিরের ফোন নম্বর বের করে রেস্টুরেন্টের ফোন দিয়ে ডায়াল করলো। ওপাশে রিং
হচ্ছে।
-হ্যালো!
-নাসির, আমি রাশেদ বলছি!
-সালামালেকুম
রাশেদ ভাই,
কেমন
আছেন?
-ভাল
আছি, তুমি কেমন?
-ভাল রাশেদ ভাই!
-আচ্ছা
শোন, তোমার জন্য একটা কাজ
পেয়েছি আমার এখানে, এইতো
আসিয়াদ ভাই মানে এখানকার মালিকের সাথে কথা বল নাও ধর।
কথার
শেষে আসিয়াদ ভাই বললো আপনি আসেন আমি আপনাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসব।
-তাহলে
আসছে?
-হ্যাঁ
তাইতো বললো আগামী সোমবারে আসবে। ভালই হলো আপনারা একত্রে থাকতে পারবেন।
[চলবে]
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।