আষাঢ় শ্রাবণে ঝরে বারিধারা
কি করে কাটাই নিশি তোমাকে ছাড়া।
পাতায় পাতায় বাতাসে ঝরা
সুরে সুরে
আমাদের সেই রাত
এলো না তো আর ফিরে
শাওন রাতে জাগি একা
সাথি হারা।
স্বপ্ন তরী ভেসে ভেসে যায়
সুদূর সাগরে
আমার আকাশ ছেয়ে গেল হায়
ছেয়ে গেল আধারে
এখনও অভিমানে দিলে না সাড়া।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।