ঝরা পাতার নূপুর পায়ে
দুরন্ত ওই পলাশ বনে কোকিলের ডাকে
এলো বসন্ত এলো আজ মৌ বনে।
আকাশে গোধূলি রঙের মেলা
তুমি আর আমি শুধু বলব কথা
কানে কানে বাঁশরীর গানে গানে।
সুরে সুরে মন হবে মধুময়
আখির স্বপনে দুজনা হব যে তন্ময়
এ সময় কেন থাক দূরে দূরে
এসো না কাছে এই মধু ক্ষণে।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।