নীরবে একা



কত আর থাকব বসে
তোমার পথ চেয়ে
কখন বলব কথা সঙ্গোপনে।


বসে একা আপন মনে
নিশীথে আখির কোণে
না বলা কথার মুকুল
ঝরে গোপনে।

নিরাশার বালুচরে
খুঁজি তোমায় একা
পলকে হারাই দিশা
প্রহর গুনে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।