পথিক



পথিক হয়েছি আজ
তাই পরেছি পথের সাজ।
ঘুরেছি কত দেশ, সাগর, নদী, মহাদেশ।
গিয়েছি অনেক বন্দরে এবং শহরে
আমার দেশের মত পাইনি খুঁজে আহারে।


দেখেছি ইরান তেহরান ওমর খৈয়ামের দেশ
শাত ইল আরব নদী সেখানে বইছে ধীরে বেশ।
ওপাড়ে ইরাক বাগদাদ বসরা
মনে জাগায় স্মৃতি আশুরা,
জাঞ্জিবার, ক্যামেরুন, কেনিয়ার গভীর বনে
বাঘ সিংহ কত ঘুরে কে রাখে গুনে।

দেখেছি আমেরিকার জলপ্রপাত নায়াগ্রা
সেখান থেকে এসেছি আমি ভারতের আগ্রা।
কুইবেক থেকে মস্কো হয়ে এসেছি হিমালয়
সব দেখেছি বরফে ঢাকা ঘুমিয়ে রয়েছে কিশলয়।
ঘোরাঘুরি সব হয়েছে অবান্তর
নিজ ভূমে আমি হয়েছি দেশান্তর।
পথেই পেয়েছি আমার ঠিকানা খুঁজে
মরতে যেন পারি আমি পথেই চোখ বুজে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।