পৃথিবীর পথে প্রান্তরে
ঘুরেছি আমি,
দেখেছি ফুল ও পাথর
সাজিয়ে
রেখেছেন অন্তর্যামী।
ভালবাসা দেখেছি, মমতা দেখেছি
বন্ধু দেখেছি, শত্রুও দেখেছি,
আরও দেখেছি অবজ্ঞা
অবহেলা,
প্রেমের সাথে বঞ্চনার
খেলা।
অবজ্ঞা উচ্ছ্বাস
পাশাপাশি চলে
নদীকে যেমন বেধে রাখে
দুকূল।
হৃদয়ের হাটে চলে
বেচাকেনা
ভালো মন্দ যায় না চেনা।
তবুও মূল্য বেশি, অনেক বেদনা অনেক যাতনা
তারপরেও থেকে যায় অনেক
অজানা।
ভিড়ের মাঝে চিনতে হয়
ভুল
কোথায় পাথর আর কোথায়
ফুল।
কালের স্রোতে ভেসে
যাওয়া মন
খুঁজে ফিরে ঠিকানা এইতো
জীবন।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।