প্রতীক্ষা



আমি হাজার বছর চেয়ে থাকবো
তোমার পথের দিকে
বেদনার আগুন জ্বেলে আমার শূন্য বুকে।


জোছনা রাতে মনে পরেছিলে তোমায়
না বলা কথা গুলি গুমরে কেঁদে যায়
হৃদয় জুড়ে এখনো রয়েছ মানসলোকে।

জোছনায় রাতের মায়া ঝরিয়েছিলে
কাজল আঁখির বাঁধনে জড়িয়েছিলে
নিশিগন্ধা সেদিন গন্ধ ছড়িয়েছিল
শুধু তুমি রইলে চেয়ে দূর থেকে।

হয়তো ভুলে গেছ সেদিনের কথা
জানি না সত্যিই ভুলে গেছ কিনা
যে স্বপ্ন-আবেশ পড়েছিলো তোমার চোখে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।