সেই বসন্ত মেলা
বসেছিল বকুল তলা
তুমি এসেছিলে খোপায় বেধে
শিউলি ফুলের মালা।
পরনে ছিল তোমার
বাসন্তী পাড় সাদা শাড়ি
হলুদে ছাপা,
হাতে ছিল কাচের চুড়ি।
কপালের টিপে নিয়েছিলে চন্দন
কাজলে এঁকেছিলে আখির বাধন
হেসেছিলে মৌ মৌ সুবাসে
চেয়ে দেখেছিলাম মুগ্ধ আবেশে।
ও পাশে গেলে তুমি
কি জানি কি কারণে
তারপরে আর দেখিনি তোমাকে,
নামটা বলেছিলে,
কখন যে ভুলে গেছি আনমনে।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।