রাখালি বাঁশীর সুরে
আমার এ মন যায় কোন দূরে
দেখি নাই যাকে নয়ন ভরে
সেই সুর শুধু হৃদয়ে ঝরে।
মনে পরে আমার বাড়ির আঙ্গিনায়
ফুল বিছানো সজনে গাছের তলায়
রয়েছে যা দেখি নাই নয়ন মেলে
গোপনে আছে সে আমারই প্রাণ জুড়ে।
ডাহুকের বাসা দেখেছি কলমি বনে
এতো দিনে সে কথা পরে মনে
বুঝি নাই কিসে মন নিলো কেড়ে
ভাবি শুধু কখন পাব তাকে ফিরে।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।