মনে এলো সহসা


রিমঝিম রিমঝিম বরষা
নেমে এলো সহসা
সহজেই থামবে নেই ভরসা।


দুপুরেই নেমে এলো সন্ধ্যা
না বুঝে ফুটেছে রজনীগন্ধা
অঝোরে ঝরঝর ঝরে বরষা।

এমন দিনে সে কাছে এসে
গুন গুন সুরে গানের কথায়
হারাল মনের দিশা।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।