ঘড়ির কাটা ছুটে চলে
বাজে না বারোটা
ঘণ্টা মিনিট সেকেন্ড
মেপে চলে অবিরাম
অবসর নেই। আলো আধার ঝড়
বৃষ্টি
কাল মহাকাল ব্যাপী
চলেছে চলবে।
বসন্ত সন্ধ্যায় যদিও বা
হয় পরিচয়
মুছে যায় শীতের কঠিন
বরফে
কখনও বা ফিরে আসে
পূর্ণিমা রাতে
কখনও মরীচিকা হয়ে দূরে
দূরে জ্বলবে।
থামে না কাটা, হয় না সন্ধ্যা,
বাজে না বারোটা।
বারে বারে আসে জীবন, আসে মরণ।
থামে না জীবন, থামে না মরণ,
থামে না চলা
এ ঘড়ি ঘুরেই চলে জানে
না কখন থামবে।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।