আলোর খাতায় আঁধার কালিতে
জীবন কলমে লেখা শেষ
পত্র
লিখে যাই তোমাকে।
খুঁজে দেখো পৃথিবীর
খোলস ভেঙ্গে
মানুষের লাশ জড়ানো কাফন
কিংবা চিতার আগুন
নয়ত লাশের কংকালে ঢাকা।
শিউরে উঠো না যেন ভয়ে
একটু ফাকা হয়তো পাবে
তোমারই কাফনে ভরবে সেই
ফাঁক
যার পাশে আমারই কংকালে
ঢেকেছে
খানিক পৃথিবীর খোলস।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।