কেমন বাপের ঝি



বন্ধুরে কোন বা দেশে ঘরবাড়ি
কোথায় তোমার ঠিকানা
বাঁশীর সুরে পাগল কইরা
করলা আমায় দিওয়ানা।।


দূরে বইসা বাঁশী বাজাও
গাঙ্গের পাড় দিয়া
কান পাইতা আমি শুনি
জলের ঘাটে বইসা।।

ঘরে আমার মন বসে না
উপায় করি কি
পাড়াপড়শি কয় যে এখন
কেমন বাপের ঝি।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।