প্রাণের বাঁশী



বাজাইও না বাঁশী তুমি
রইতে নারি ঘরে
কইরো না আর পাগল আমায়
তোমার বাঁশির সুরে।।


রাইত পোহাইলে কলসি কাঁখে
যখন যাবো ঘাটে
বংশী নিয়ে গায়ের পথে
তুমি যাইও মাঠে।।

এদিক ওদিক দেইখা বন্ধু
আসব তোমার কাছে
মনের কথা কইব খুইলা
তখন তোমার কাছে।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।