সুর তরঙ্গ



মন প্রাণ সঁপেছি সঙ্গীতের তরে ভাই
সুর তরঙ্গে মোর সাধনা যে তাই
বিনা সঙ্গীতে পাইনা খুঁজে এ জীবনের কূল।


সুর সাগরে ভাসে আমার গানের তরী
তালে তালে দুলবে যেন আহামরি।
তাল জানি না লয় বুঝি না কোথায় করি ভুল
রাগ জানি না ঠাট জানি না পাই না সুরের কূল।

কণ্ঠ সেধে হাল ধর তবলায়ই পাল
সা রে গা মা সেধে মাঝি ধর তরীর হাল।
অন্তরা সঞ্চারী চিনতে করোনা ভুল
ভৈরবী হিন্দোলে ফুটে যেন বসন্ত মুকুল।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।