কার মনের করুন গীত নিয়ে
নদী তুমি বইছ ধীরে
কারে ভাঙ্গিয়া কারে গরিলা
খেলছ তুমি এ কেমন নিঠুর খেলা।
আমার বন্ধুর সুখের ঘর ভাঙ্গিয়া
নীরবে তুমি কেমনে যাও বহিয়া
তোমারি কুলে তরুশাখে পাখি
দেখিছে বন্ধুরে যায় ভাসাইয়া ভেলা।
আকাশ দেখিছে তোমাকে বহিতেছ নিরবধি
কলকল খর বেগে জনম অবধি
বসিয়া আছে সে বাধিবে বাসা
কূল ভাঙ্গা তীরে যখন বসিবে মেলা।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।