ও কাজল কাল রাত তুমি
বল আমার কৃষ্ণ বরণ সখীরে
ইশারায় সে কেন ডাকে না আর আমাকে।
তার চন্দন টিপে জ্বলে সন্ধ্যাতারা
আমার ডাকে দেয় না আর সারা
ভুলিতে কেন পারি না কেন আর তাকে।
সে যে এমন সখী, বলব কি তার কথা
কখনও সে আমায় ডেকে
বলে না আর সখা।
নিশীথে সে ফুলের সাথে কথা বলে চুপি চুপি
নীল যমুনা আছে তার আঁখি জলে
জানি না কেমন করে মনের কথা বলি তাকে।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।