বিরহ বিরাগ জড়িত
শ্যাম সুন্দর মোহিত,
সুরভিত সখী সেই অন্তর
পরশে সরস হয় মরু প্রান্তর।
জানিনা আমার একি হলো জ্বালা
পথ চেয়ে বসে থাকি হাতে নিয়ে মালা।
জানি আমি বলে কি লোকে
তবু না দেখিলে মরি শোকে,
লুকাই আমি কোথায় দে
না তুই বলে
ছল করে সে যে মুখ ঢাকে আঁচলে।
লতিকা যে রাঙ্গা হয় লাজে
এ প্রণয় কি আমার সাজে,
ইঙ্গিতে বোঝাব তাকে কি বলে
কেন সে আমায় এ বাঁধনে জড়ালে।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।