শিমুল শালুক এতো লাল কোথায় পেয়েছিল
বুক থেকে ফাগুন রক্ত ঢেলে দিয়েছিল।
কৃষ্ণচূড়া সাজল সেদিন সেই রক্তিম আগুনে
যে দিনের পথ চেয়ে বসে ছিল প্রহর গুণে।
সেদিন উড়েছিল পায়রা পথ ভুলে
কোকিলের গান থেমে গিয়েছিল।
দামাল ছেলের লাগেনি কাঁপন
বুকে ছিল অনন্ত রঙ্গিন স্বপন।
স্বপন ভেঙ্গে মায়ের আঁচল ছিঁড়ে
মিশে গিয়েছিল জনতার ভিড়ে।
জ্বেলেছিল পলাশের রক্ত মাখা আগুন
সে দিনটি ছিল বাংলার আটই ফাল্গুন।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।