স্বাধীনতা সরোবর



বসন্ত স্নান করেছি স্বাধীনতা সরোবরে
আনন্দ বৃষ্টি তখন ঝরেছিল অঝোরে।
পলাশ কলি ফুটেছিল মনের উল্লাসে
শোণিত সাগরে ভেজা রক্তিম পরশে।


স্বপ্ন মাখা স্বাধীনতা মায়ামৃগ ধরিবারে
উষ্ণ হয়েছে রুধির ধারা ঝলমল রোদ্দুরে।
সহস্র জনতার ঘুম ভাঙ্গানি গান
ভেসে বেড়ায় বাংলার মুক্ত বাতাসে।

বাংলার ঘরে ঘরে উঠেছে ধ্বনি
দিকে দিকে সুর তুলেছে জাগরণী
নতুন পতাকা তলে দাঁড়িয়ে জনতা
দেখে পূর্ব দিগন্তে হাসে রক্ত রবি।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।