রক্ত নদী পেরিয়ে এনেছি স্বাধীনতা
ভেঙ্গেছি শিকল পাষাণ পরাধীনতা।
স্বাধীনতা আমায় দিয়েছে ভ্রমণ গুঞ্জরন
জয়গান হৃদয়ে জাগে অনুক্ষণ।
লাল রক্ত দিয়েছে আমার ভাই
পতাকার মাঝে কান্তি রেখেছি তাই।
চারিপাশে রয়েছে সবুজের বন
চির বসন্ত পেয়ে কাঁদে না মন।
নতুন সূর্য পেয়ে আধার ভুলে
প্রাণ ভরে গান গাই হৃদয় খুলে।
অমৃত সম পেয়েছি স্বাধীন জীবন
বিজয় সঙ্গীতে তাকে করেছি বরণ।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।