গাঁয়ের বাঁকে ধানের ক্ষেতে
বাতাস নাচে হেলে দুলে
দেখরে তোরা খোকা খুকু
দেখরে নয়ন ভরে।।
মাথাল মাথায় গামছা কাঁধে
রাখাল চলে কাস্তে হাতে
চোখ জুড়াল ধানের শীষে
আঁকা বাঁকা পথের ধারে।।
দুষ্ট ছেলে মাতে খেলায়
দীঘির জলে চড়ে ভেলায়
মেঘের ফাঁকে রোদ যে হাসে
ফড়িং নাচে গাঙ্গের চরে।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।