অনন্ত প্রতীক্ষা



আঙ্গিনার বকুল শাঁখে কারে ডাকে পাখি
বনফুলে  গেঁথে মালা কারে পরাবি সখী।
দুটি ফুল গুজে শিথিল কবরীতে
চঞ্চল আঁখি মেলে কারে ভুলাবি চকিতে।


ক্ষণে ক্ষণে অলি এসে ফিরে যায়
পুলকিত পবনে সেতো ধরা নাহি দেয়।
সোনার খাঁচায় বাধা যায়না তারে যতনে
চোখের জলে তারে কেমনে বেধে রাখি।

স্নিগ্ধ মগ্ন বেনু ছায়া দোলে মৌন ভঙ্গীতে
সিক্ত সুপ্ত হাওয়া মুখরিত ভৈরবী সঙ্গীতে
বনফুলে গাথা মালা ভালবাসে গীতিময়
প্রণয় মালা সাজিয়ে সখী তাই বসে থাকি।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।