চাঁদকে বলেছি আমার ঘরে আসতে
পূর্ণিমা রাতে তোমার পাশে বসতে
দেখব আমি চাঁদকে না তোমাকে
সে কথা বল কানে কানে আমাকে।।
তোমার নাম দিয়েছি মধু মালতি
স্বপনেও যেন মেতে ওঠে বনবাসন্তি
ভুলিতে পারিনা আমি উঠি চমকে
তাইতো তুমি দিও না দোষ আমাকে।।
নদীর পারে ফুটেছে কত পারিজাত
সুবাসে তার মাতাল সমীরণ
তেমনি গুঞ্জরে আমার চঞ্চল মন
যে নেশায় শিহরে ওঠে চমকে।।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।