অচেনা সুদূর নির্জন প্রবাসে
কলমি লতার গন্ধ স্মরণে ভাষে
প্রিয়তমা রয়েছে বসে বাতায়নে
নিশীথে নীরবে ঝরে অশ্রুজল।।
চিঠি লিখেছিল- ফিরে এসো তুমি
বিদায় দিয়ে নিজেকে করেছি মরুভূমি
ফেলে গেছ আমাকে এ কোন সাগরে
অনুক্ষণ থাকে আঁখি দুটি ছলছল।।
বিষন্ন মনে বসে অবসর ক্ষণে
খুঁজে ফিরি তোমাকে আপনমনে
স্মৃতি বিজড়িত চিত্ত থাকে চঞ্চল
স্বপনে ভাষে তোমার পরশ মাখা অঞ্চল।।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।