রাগিণী



গান গেয়ে পাখি ওই তরু শাঁখে
অবেলায় বকুল তলে আমায় কেন ডাকে।।


স্বপনের ওই সুদূরে কে বাঁশরী বাজায়
নেশা লাগান সুরে দূর গায়ের বাঁকে।।

তারই বিধুর সুর এসে আমার প্রাণে বাজে
উতল করা সেই বাঁশরী আমায় কেন ডাকে।

হৃদয় তিমিরে নিভে গেছে শুকতারা
স্মৃতির বনে তবু ছায়া জেগে থাকে।।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।