অনেক কাজ আছে হাতে সময় বেশী নেই
ঋণ করেছি কত; শোধাতে হবে-হাতে কিছু নেই।
কিছু ভালবাসা পেয়েছি ধরা আর নদীর
কাছে
জল দিয়ে জুড়িয়েছে প্রাণ, ফল দিয়েছে গাছে।
চাঁদ তারা সূর্য দিল যে কত আলো
প্রিয়তমাকে তাই লেগেছে এত ভাল।
সন্ধ্যা সকালে দেখেছি তাকে নয়ন
ভরে
এ ঋণের কথা ভুলি কি করে?
হাট থেকে মোতালেব চাচা লুকিয়ে
পকেটে ভরে
বাতাসা নয়ত বাদাম এনে বলেছে হাত
ধরে
-‘খেয়ে নে খোকা একটু দেখি’। তার
ছেলেমেয়ে নেই
তবু ভোর রাতে এসে বলে এখনও ‘যাবি অনেক দূরে
খোকা তোর পুটুলিটা বেধে দেই’।–
ওপাশের বাগানে হাসনাহেনা কেন যে
গন্ধ বিলায়
রিমঝিম বৃষ্টির নেশা জাগানো সুরে
কেন মন আকুলায়?
অনেক সময় নষ্ট হয়েছে অবসরে
ভুলে আর অবহেলার শরে
সময় হয়েছে এখনি আসবে ডাক ভিন গ্রহ
থেকে
যেখানে যাব সবাই দলে দলে নয়তো
একেলা
এই সুন্দর পৃথিবী ছেড়ে অনেক দূরে,
বিদায় নেব চেনা রাগিণীর করুন
সুরে।
এই পথ আমায় চিনিয়েছে কেমন করে
নিয়েছিল ধরণী কোলে তুলে আপন করে।
সবাই যেন পণ করেছে আমায় করবে ঋণী
শোধাবার সময় বুঝি আর দেবেনা কোন
দিনই।
শোধাতে এই ঋণ, মাটির দেহ রেখে যাব
শত শতাব্দী ধরে এই পৃথিবীর পরে।।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।