জানুয়ারি



বছরের পর বছর ঘুরে নতুন বছর আসে
পৃথিবীকে সাজিয়ে নতুন রঙ্গে, নতুন সুবাসে।
ফেলে আসা স্মৃতি পিছু টানে মায়ার বাধনে
তবু সে বাধন ছিঁড়ে আসে যুগের আহবানে।


অতীতে রোপিত বাসনা বৃক্ষ সাজিয়ে ফুলে ফুলে
এসো হে নবীন বর্ষ চঞ্চল ছন্দে দুলে।

রক্তিম সূর্যের সাথে বরণ গীত গেয়ে
বসে আছি মালা হাতে পথ পানে চেয়ে।
তোমার পরশে আশালতা ভরে ফুটবে নতুন মঞ্জরী
এসো হে দুই হাজার বার সালের পহেলা জানুয়ারি।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।