আম বাগানের ধারে
পদ্মা নদীর পাড়ে
দাঁড়িয়ে ছিলাম সন্ধ্যা বেলা
সঙ্গী বিহীন আমি একেলা।
একটু পরে পুব আকাশে উঠে এলো চাঁদ
দূরে দেখি একটা শেয়াল লাফিয়ে এলো
খাদ।
শেয়াল দেখে ভয় পেয়ে
দৌড়ে গেলাম আম বাগানে।
বুক করে ধড়ফড় আর পাতা সরসর
আর পারিনা চলতে আমি পা করে নড়বর।
শেয়াল মশাই ডাকে হুক্কা হুয়া
বাগানের দারোয়ান কালু বলে কিয়া
হুয়া?
ঝোপের ভিতর কে রে ওধার
করিস কি আম পাচার?
কালু মিয়ার হাঁক শুনে
বেড়ে গেল ধড়ফড়ানি তিন গুনে।
সাহস করে চ্যেঁচিয়ে দিলাম সারা
ও ভাই কালু শেয়ালে করেছে তাড়া,
তুই বাচা মোরে বাচা
প্রাণটা বুঝি গেল ছেড়ে খাঁচা।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।