রাজনীতি



সেদিন ডেকে বলল মিয়া ভাই
রাজনীতি একটা কবিতা আমি চাই
লিখে আমায় দিবে উপহার
ফলাফল সব থাকবে সংসদীয় সভার।


রাজতন্ত্র নাকি গণতন্ত্র কি যেন বলে
কি যে হলো ছাই মনে থাকে না সবই যাই ভুলে।
রাজনীতি আর অর্থনীতি কিংবা দুর্নীতি
সবই যেন লাগে এক সবারই এক গীতি।

কোনটা অল্প, কোনটা বেশী দরকারি
ভুলে যাই, যখন খেতে বসে দেয় না তরকারী।
ঝিঙের কেজি চল্লিশ, ডাল এক শ
আর মাংস চার শ টাকা
ছোট বড় বুলি যত সবই দেখি ফাকা।

সংসদ দেবে না কভু চাল এনে ঘরে
কি হবে ওসব ফাকা রাজনীতি করে?
ধন্য হও সকলে বেধে কর্ম পদ্ধতি
রেখে যেতে পাব তাই সুন্দর স্মৃতি।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।